আয়রে গোয়ালা দেখ নন্দকুলশশী।
জনম সফল হবে পাবে সুখ রাশি।
দেখিয়া গোপালে সভে হৈল উন্মত্ত।
কি দেখিলাম কি দেখিলাম বলে অবিরত।।
কিবা নীল মণি কিবা নীল অরবিন্দ।
কিবা রূপখানি কিবা পরম আনন্দ।।
তাপিত বিবিধ তাপে দেখিয়া বিধাতা।
মো সবারে আনি দিল নিধি সুখ দাতা।।
এত বলি নাচে গোপ দিয়ে করতালি।
নড়ি হাতে ভার কান্ধে বলে ভালি ভালি।।
দেখিয়া গোপের সুখ ছাড়িয়া গগন।
নাচয়ে গোয়ালা সঙ্গে সুরমুনিগণ।।
বেদ পড়ি ব্রহ্মা নাচে সনকাদি মিলি।
চন্দ্র দিবাকর নাচে ইন্দ্র কুতূহলী।।
নাচে গঙ্গাধর শিরে গঙ্গা কল কল।
প্রেমভরে পদাঘাতে মহী টলমল।।
নাচয়ে নারদমুনি বীণা করি কান্ধে।
অনিনিখ নয়নে নিরখি ব্রজচাঁদে।।
সবে ডাকে কৃষ্ণানন্দ কুমার গোবিন্দ।
যশোদানন্দন শ্যামসুন্দর মুকুন্দ।।
ব্রজপতি মহানন্দজলধিকল্লোলে।
ভাসয়ে নাচয়ে প্রেমে হরি হরি বলে।।
পুত্র কোলে রাণী নাহি পায় সুখ ওর।
তাহার পুত্রের দাস কহয়ে কিশোর।।