নিঠুর নাগর আইসে হালিয়া ঢুলিয়া। দেখহ পরাণ সই বাহির হইয়া।। আপনার পীত বাস ভরমে ছাড়িয়া। যুবতী-নীলিম-চীর তাহাই পরিয়া।। কহিবে কৈতব যত আমার সাক্ষাতে। আজু না ভুলিব হাম উহার কথাতে।। কহিতে কহিতে নাথ হৈলা উপনীত। নিয়ড়ে না আইস তুমি কিতব-পণ্ডিত।। বিহানে দেখিলুঁ তোরে আজি কিবা হয়। কালা মুখের কালা-দাগ পরাণে না সয়।। আঁখির কাজর তোর লাগিয়াছে […]
keyboard_arrow_right