কি কহব সো রসরঙ্গ।
কানু খেলই মঝু সঙ্গ।।
সুবল সখা করি বাম।
সমুখে দাঁড়াইলুঁ হাম।।
ললিতা ডাহিনে রহু মোর।
হেরি কানু ভেল ভোর।।
করহি খসল পিচকারি।
ঐছে পড়ল তনু ঢারি।।
সচকিত হোই হাম ধাই।
কোরে আগোরলুঁ তাই।।
বয়নে বয়ন যব দেল।
ইষত শ্বাস তব ভেল।।
করে করি মাজিয়ে মুখ।
হেরইতে বিদরয়ে বুক।।
ক্ষণেকে চেতন যব হোই।
চৌদিশে হেরই সোই।।
কহই রাই কাহাঁ গেল।
ইহ দুখ বিহি কাহে দেল।।
হাম নিজ পরিচয় বাণী।
কতহুঁ কহলুঁ ধরি পাণি।।
তব মুখ হেরই মোর।
হাম রহু কোরে আগোর।।
সখিগণ চকিত আগুসারি।
বয়নে দেয়ল তব বারি।।
বৈঠল কুঞ্জহিঁ যাই।
তহিঁ সব কহলুঁ বুঝাই।।
প্রেম বিচিত্র বিলাস।
কহ গোবর্দ্ধন দাস।।