• বড় অদভুত দেখিল বেকত
    বড় অদভুত দেখিল বেকত নবঘন আসি নামে। সে জন জলদ পুঞ্জ ঘোর অতি বসিয়া কুসুম দামে।। মেঘের উপরে চাঁদ ফলিয়াছে হের না আসিয়া দেখ। এই সব গোপী প্রেমের নবরূপী কেমনে জলদ রেখ। মেঘে চাঁদ ফলে নাহি কোন কালে নাহি তার পাতা ফুল। চারু শাখা তায় দেখিল তথায় মেঘের গঞ্জন দূর।। শাখায় শাখায় তার সরু ডালে […] keyboard_arrow_right
  • বড় অদভুত দেখিল বেকত
    বড় অদভুত দেখিল বেকত নব ঘন আসি নামে। সে জন জলদ– পুঞ্জ ঘোর অতি বসিয়া কুসুম-দামে।। মেঘের উপরে চাঁদ ফলিয়াছে হের না আসিয়া দেখ। এই সব গোপী প্রেমের নবরূপী কেমনে জলদ রেখ।। মেঘে চাঁদ ফলে নাহি কোন কালে নাহি তার পাতা ফুল। চারু শাখা তায় দেখিল তথায় মেঘের গঞ্জন দূর।। শাখায় শাখায় তার সরু ডালে […] keyboard_arrow_right
  • বেরাইতে রাধা নাহি পড়ে বাধা
    “বেরাইতে রাধা নাহি পড়ে বাধা পশরা লইয়া মাথে। তবে কি এ পথে বিকি করিবারে আসিথু বড়াই সাথে।।” সব গোপীগণ বিরস বদন কহিছে কানুর পাশে। “বিকি গেল বয়ে বেলা সে উচর দোষ পাব গেলে বাসে।। অবলা দেখিয়া পথের মাঝারে এত পরমাদ কর। তোমার চরিত বুঝিতে না পারি কুবুদ্ধি ছাড়িতে নার।।” রাই বলে–“জানি গোকুলে বসতি শুনেছি তোমার […] keyboard_arrow_right
  • শুনহ নাগর কানু
    ”শুনহ নাগর কানু। কে তোমা এ মাঠে দানী করিয়াছে ধরিয়া মোহন বেণু। হাসি হাসি চাহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিবে ঠাকুরালিপণা আপনি দাঁড়ায়ে দেখ”।। কানু বলে ”আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি যাহার ভরসা কর।। কংশের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস […] keyboard_arrow_right
  • শুনহ নাগর কানু
    “শুনহ নাগর কানু। কেবা সে তোমারে করিয়াছে দানী ধরিয়া মোহন বেণু।। হাসি হাসি কহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিব ঠাকুরালি-পনা আপনি দাঁড়ায়ে দেখ।।” কানু বলে –“আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি কাহার ভরসা কর।। কংসের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস করিয়াছি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ