• বংশী আর বার বাজে বনে
    বংশী আর বার বাজে বনে। শুনি মোর মন করে উচাটন ভেটিব শ্যামের সনে।। অবুধ মুরলী রাধা রাধা বলি বিপিনে সদাই বাজে। গুরু গরবিত করিলে বেকত শুনিঞা মরিএ লাজে।। খলের বদনে থাকিঞা যতনে মধুর মধুর গায়। হাসিতে হাসিতে কুলের সহিতে পরাণ লইতে চায়।। আমি চিরদিন পরের অধীন জানিঞা না জানে বাঁশী। দীনবন্ধু ভণে চল সখী বনে […] keyboard_arrow_right
  • শ্যাম নাগর বড় রসিয়া
    শ্যাম নাগর বড় রসিয়া। শুনিঞা মধুর বেণু অবশ হইল তনু অঙ্গের বসন পড়ে খসিঞা।। নয়ন সন্ধান শরে মরমে বিন্ধিলে মোরে জাতি কুল নিলে মোর হাসিঞা। শুনিঞা মধুর বেণু অবশ হইল তনু জলেতে কলসী গেল ভাসিয়া।। চাতকী চাতকে পিব পিব বলি ডাকে শুনিয়া জলদরব বাঁশিয়া। কেলিকদম্বের তলে মেঘ নামিঞাছে বল্যে ময়ূর ময়ূরী নাচে আসিঞা।। নিতি জলে […] keyboard_arrow_right
  • সজনী কি মধুর মুরলীর গান
    সজনী কি মধুর মুরলীর গান। শুনিয়া আনন্দভরে মৃত তরু মুঞ্জরে যমুনা বহই উজান।। হরিণ হরিণী শুনি মধুর মুরলী-ধ্বনি পুলকে পূরএ সব অঙ্গ। ময়ুর ময়ূরী নাচে আসিঞা শ্যামের কাছে পবন ডারাঞা দেখে রঙ্গ।। শারী শুক পিক যত তারা সব পুলকিত দরবে কঠিন দারু শিলা। হেন মুরলীর স্বরে কেমনে ধৈরয ধরে কুলবতী যুবতী অবলা।। শুন শুন আগো […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ