• শ্রীজয়দেব কবীশ্বর সুরতরু
    শ্রীজয়দেব কবীশ্বর সুরতরু যছু পদপল্লবছাহে । তাপ তাপিত মঝু হৃদয় বিয়াকুল জুড়াইতে করু অবগাহে।। জয় জয় পদ্মাবতী রতি-সেব রাধারমণ চরিত রস বর্ণনে কবিকূলগুরু দ্বিজদেব।। যদ্যপি সুনীচ কদাচার বাসিত চিতে অছু কর যব কোই। দুর্ঘট ঘটিত সুহীন অধিকৃত মহত করু বলে হোই।। তৃণ ধরি দশনে চরণপর নিবেদিয়ে মঝু মানস কর পূর। গোবিন্দদাস কোই অধমাধম রাই কানু […] keyboard_arrow_right
  • সখা হে কো ধনি মাজয়ে গা
    সখা হে কো ধনি মাজয়ে গা। যমুনার নীরে বসি তার তীরে পায়ের উপর পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়েছে বেণী। উচ কুচমাঝে হেমহার সাজে সুমেরু শিখর জিনি।। আর অদভূত দেখিনু সাঙ্গাত তিমিরে রয়েছে বেড়ি। তাহার উপরে অতি শোভা করে নবীন চাঁপার কুঁড়ি।। সেরূপ দেখিয়া মন মুরছিয়া ধৈরয ধরিবে কে। দাস জগন্নাথ চরণে ধরিয়া আনিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ