• এই যে নাগরী আরাধিল হরি
    এই যে নাগরী আরাধিল হরি নিশ্চয় কহিলুঁ তোরে। প্রাণের গোবিন্দ পাইয়া আনন্দ সঙ্গতি লইল যারে।। আমা সভাকারে পরিহরি দূরে তারে লৈয়া সঙ্গোপনে। মদন-বিলাস করে পরকাশ বুঝিলাম অনুমানে।। রমণী-রমণ দুহুঁ-পদ-চিহ্ন পড়িয়া আছয়ে পথে। শফরী পতাকা ধ্বজ ঊর্দ্ধ-রেখা বজর অঙ্কুশ তাতে।। আমরা গোপিনী সভে ভাগি হীনী ভাগ্যবতী এই নারী। শশি কহে সতি বরজ-যুবতি তারে অনুকূল হরি।। keyboard_arrow_right
  • কাহাঁ নন্দ-কুল-চন্দ্র শিখিপিঞ্ছ-ধারী
    কাহাঁ নন্দ-কুল-চন্দ্র শিখিপিঞ্ছ-ধারী। মরকত-কান্তি কাহাঁ নয়ন-সুখ-কারী।। কাহাঁ মন্দ-মুরলী-রব যুবতী-চিত্ত-হারী। কাহাঁ রাস-রস-নৃত্য-কানন-বিহারী।। কাহাঁ নিখিল-রোগহর জীবন-রক্ষৌষধি। কাহাঁ তুহারি বন্ধু কহ হমারি মহানিধি।। কাহাঁ মদন-গর্ব্ব-হর-প্রেম-অভিলাষী। কাহাঁ রসিক-নাগর-গুরু গিরীন্দ্র-বিলাসী।। কাহাঁ পীত-বসন-পরিধান গুণ-রাশী। চন্দ্র শেখর কহই নিজ দুঃখ পরকাশী।। keyboard_arrow_right
  • কাহে আয়ল ওহে বিরহ দসাপর
    কাহে আয়ল ওহে বিরহ দসাপর কাহে পুছ ইহ বানী। উহা পরবাসি সাচি করি মানল কুবুজা সে তহি মন মানি।। যো রূপি অঙ্কুরি আপনি পরসি কর যবে ভেল অঙ্কুর-শাখা। বিরহকি তাপে জারল সে তরুবর কি তাহে দেয়ত দেখা।। কো জানে এ রস পরিণাম-বৈভব তব তাহা করত বেভার। প্রেম-পরস প্রতি কর তথি দুর্গতি কাহে পিরিতি রসহার।। অব […] keyboard_arrow_right
  • কি লাগি এতেক বিলম্ব হইল
    কি লাগি এতেক বিলম্ব হইল আসিতে সঙ্কেত-ঘরে। সে বহু-বল্লভ তাহা সোঙরিতে পরাণ কেমন করে।। কিয়ে কংস-চর বরজে আইল কি বুঝি তাহার সনে। সমর আরম্ভ করিল মাধব নহে না আইলা কেনে।। কিয়ে কোন নারী দিঠি ভঙ্গী করি ভুলাঞা লইয়া গেল। নহিলে বা কেনে সঙ্কেত-ভবনে মুর-হর না আইল।। শশাঙ্ক উয়ল কুমুদ ফুটল ভ্রমর আইল ধাঞা। চন্দ্রশেখর কহে […] keyboard_arrow_right
  • ছল ছল জদুকুলরায়
    ছল ছল জদুকুলরায়। রাধা রাধা বলি গুণ গায়।। “কোথা মোর সে নব কিশোরি। না দেখিয়ে রূপের মাধুরি।। ব্রজলিলা সদা পড়ে মনে। ঐছন ভাবিয়ে নিশি দিনে।। উঠিল সে দারূণ আগুণে। সে কথা পড়িয়া গেল মনে।। সে মোর যতেক ব্রজবালা। কতি রহে কদম্বের তলা।। কেমত আছয়ে গোপনারি । কহ পিক বচন * * * ।। রাধা রাখা […] keyboard_arrow_right
  • জাহার লাগিয়া সব তেয়াগিলুঁ
    “জাহার লাগিয়া সব তেয়াগিলুঁ কুলে দিঞাছিল ডোর। জ্ঞাতি বন্ধুজন দিয়া তেয়াগল তাহারে করিল কোর।। শাশুড়ি ননদি দিল কত দুখ তাহা না কহিব কত। কহিতে কহিতে হেন লয়ে চিতে জাতনা সঞাছি জত।। নিদান করিলা নন্দের নন্দন তেজব বলিঞা জান। তখন হরসে তাহার সমুখে করিথু বিসের পান।। এখন মরিতে নাহি কিছু দুখ অলপ ইঙ্গিতে পারি । মরি […] keyboard_arrow_right
  • তাহার বরণ কালিয়া দেখিয়া
    তাহার বরণ কালিয়া দেখিয়া ভুলল বরজ-ধনি। কেবা কোথা দেখ ভাল আছে কেবা পরাণে লইল টানি।। সভে বলে তারে রসিক নাগর বাখানে সকল জনে। উপরে কালিয়া বরণ দেখহ হৃদয়ে কুটিল হানে।। পর নহে কভু আপন বলিতে আপনা না হয় পর। বুঝহ কারণ জানহ অন্তরে কেবল বিষের ঘর।। আন বিষ যদি করয়ে ভোজন তখনি মরিয়া যায়। এ […] keyboard_arrow_right
  • নেক লইঞা হরস হইয়া
    * নেক লইঞা হরস হইয়া পেয়াএ এ খির ননি। “মরি মরি তোর বালাই লইয়া” সদত কহিছে রানি।। “ভাগ্যে তোরে রাখিল গোসাঞি আমার তপের ফলে। তোমারে মারিতে কংসের আরতি আর কত হএ তোরে।। * দূরে ত্যজিয়া পাঠাএ সত্বরে এই সে ভাবনা মোর। দুষ্ট কংসাসুরে পাঠাএ অসুরে দেখিতে হইল ভোর।। * * মতি কিবা হএ গতি জা […] keyboard_arrow_right
  • পিয়া পরবাসে একলি হাম মন্দিরে
    পিয়া পরবাসে একলি হাম মন্দিরে দিবস রজনি হাম রোই। কিয়ে পিক কিয়ে শুক কিয়ে শিখি অলি-কুল কো নহি উদবেগ দেই।। হরি হরি এত দুখে জীবন রহই। নিজ নিরলজপন জগতে জানায়ত তে লাগি দুঃসহ সহই।।ধ্রু।। মলয় সমীরণ শশধর চন্দন কোই নহত অনুকূল। হরি বিনে হার ভার সম লাগয়ে শূলসদৃশ ভেল ফুল।। কাহাঁ হাম যাওব কাহাঁ হাম […] keyboard_arrow_right
  • বঁধূ আজু বনাহ বেশ আপন সমান
    বঁধূ আজু বনাহ বেশ আপন সমান। চিহ্নিতে না পারে যেন রাধা হৈল শ্যাম।।ধ্রু।। কপালে পরিব ফোঁটা বান্ধহ বিনাদ ঝুঁটা তাহে দেহ ময়ূরের পাখ। মুরলী লইয়া করে গাইব পঞ্চম-স্বরে যুবতি মুরুছে লাখে লাখ। পরিব পিয়ল ধড়া তায় দিয়া তিন বেড়া মৃগমদে ডুবাইব অঙ্গ। নূপুর পরিব পায় ধ্বনি যেন দূরে যায় চলিব তোমার মত ভঙ্গ।। যাইব যমুনাতটে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ