কাহে আয়ল ওহে বিরহ দসাপর
কাহে পুছ ইহ বানী।
উহা পরবাসি সাচি করি মানল
কুবুজা সে তহি মন মানি।।
যো রূপি অঙ্কুরি আপনি পরসি কর
যবে ভেল অঙ্কুর-শাখা।
বিরহকি তাপে জারল সে তরুবর
কি তাহে দেয়ত দেখা।।
কো জানে এ রস পরিণাম-বৈভব
তব তাহা করত বেভার।
প্রেম-পরস প্রতি কর তথি দুর্গতি
কাহে পিরিতি রসহার।।
অব হাম জানল তার চিত বেবহার
তাহাক পরিহার মান।
বিষম হুতাস ভাষ তুহুঁ দেয়লি
চণ্ডীদাস গুণ গান।।