কাহাঁ নন্দ-কুল-চন্দ্র শিখিপিঞ্ছ-ধারী।
মরকত-কান্তি কাহাঁ নয়ন-সুখ-কারী।।
কাহাঁ মন্দ-মুরলী-রব যুবতী-চিত্ত-হারী।
কাহাঁ রাস-রস-নৃত্য-কানন-বিহারী।।
কাহাঁ নিখিল-রোগহর জীবন-রক্ষৌষধি।
কাহাঁ তুহারি বন্ধু কহ হমারি মহানিধি।।
কাহাঁ মদন-গর্ব্ব-হর-প্রেম-অভিলাষী।
কাহাঁ রসিক-নাগর-গুরু গিরীন্দ্র-বিলাসী।।
কাহাঁ পীত-বসন-পরিধান গুণ-রাশী।
চন্দ্র শেখর কহই নিজ দুঃখ পরকাশী।।