কামিনি নাহি হরি যামিনি জাগল সঙ্কেত-কাননে যাই। নিজ-গৃহে সুন্দরি রজনি উজাগরি ভয়ে যাইতে নহি পাই।। দেখ দেখ সোই শর্বরী বিহানে। কুজ্ঝটী তিমিরে বেঢ়ল ব্রজ-মণ্ডল অনুকূল দৈব-বিধানে।।ধ্রু।। অলখিতে সু্ন্দরি ছল করি নিকসল গুরু-জন কোই ন জানে। দক্ষিণ-করে এক শোভে জল-ভাজন চলতহি মাঘ-সিনানে।। অচিরে কলাবতি কুঞ্জহি মিলল নাগর নিরখি আনন্দ। অমিলন-জনিত দুহুঁক দুখ দূরে গেল উলসিত শেখর […]
keyboard_arrow_right