• পদ-রত্নাকর অখিল-রসাকর
    পদ-রত্নাকর অখিল-রসাকর যাকর শ্রুতি-যুগ পরশে। চির-দিন শুষ্ক সরোবর-মানস পূরই হরি-গুণ-সরসে।। অবিচল-আনন্দ-কারি। মঙ্গল-কুমুদে কুমুদ-কুল-বান্ধব ভব দাবানল-বারি।।ধ্রু।। মায়া জরতী হরতি সব মানসে বিদ্যা-কমলিনি সূর। অনুখণ নব নব রস আস্বাদন শ্যামামৃত-রস-পূর।। কীর্ত্তন-জনক সকল-সুখ-সম্পদ ভব-ভয়-ভঞ্জন-হার। কলি-মল-মথন কুমতি-কুলবারণ আগম নিগমক সার।। ত্রিভুবন-তারণ তাপ-বিনাশন অখিল-আনন্দ-আধার। কমলাকান্ত দাস কহে জগ ভরি অমিয়াসিন্ধু বিথার।। keyboard_arrow_right
  • বিদ্যাপতি কবি-রাজ গোবিন্দ-দাস
    বিদ্যাপতি কবি-রাজ গোবিন্দ-দাস কয়লহি বহুবিধ গীত। যুগল-কিশোর-কেলি-রস-মাধুরি অপরুপ প্রেম-চরীত।। শ্রীজয়দেব কয়ল গীতগোবিন্দ অপরুপ-বর্ণন-বন্ধ। সাধু রসিক-জন সো রস পিবি পিবি পায়ই বড়ই আনন্দ।। গোসাঞি সনাতন কয়ল গীতাবলি গুণইতে উনমত-চীত। শ্যামর-গোরি বিবিধ-রস-কৌতুক নির্ম্মল-গীত-চরীত।। বাসুদেব ঘোষ অপরূপ বর্ণন গৌর চাঁদ অনুপাম। মাধব ঘোষ গীত বহু-বর্ণন বিরহ বিষম খরশান। কয়ল রায় রামানন্দ নাটক চণ্ডীদাস অনুরাগ। বলরাম দাস করই প্রেম-বর্ণন […] keyboard_arrow_right
  • ভানু-নন্দিনি নন্দ-নন্দন
    ভানু-নন্দিনি নন্দ-নন্দন রতন মন্দির মাহ রে। কেলি কুণ্ডক তীর শোভিত কল্পতরু-দ্রুম-ছাহ রে।। নীপ তরুবর পলব কুল-ভরে পরশি রহু সব নীর রে। ফুল্ল মালতি কমল-মাধুরি বহই মন্দ সমীর রে।। গায়ত অলিকুল সারি শুক পিক সতত নাচত মোর রে। রাই কানু দুহুঁ দ্যূত খেলত হার রাখত হোর রে।। চৌদিগে বেঢ়ল সবহুঁ সখিগণ বসন ভূষণ-সাজ রে। যৈছে জলধরে […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ প্রেমরস জলনিধি দুর্গম
    রাধাকৃষ্ণ প্রেমরস জলনিধি দুর্গম অতিশয় গভির বিথার। অজভব ব্যাস শেষ শুক নারদ মুণিগণ না পাওল পার।। হরি হরি ইহ রস কো অবগাহ। যো রসে নিমগন সঘনে বৃন্দাবন আপে না বুঝল নাহ।। শ্রীজয়দেব বিদ্যাপতি কবিকুল রসিক ভকতগণ মেলি। পদপঙ্কজ মকরন্দে মাতাওল ভকত ভ্রমর মাতি গেলি।। রূপ স্বরূপ সনাতন ব্রজজন চরণ শরণ করু আশা। নটবর দাস কহে […] keyboard_arrow_right
  • শ্রীচৈতন্য অভিন্ন-কলেবর
    শ্রীচৈতন্য অভিন্ন-কলেবর দ্বিজকুল-জলনিধি-ইন্দু। ধীর গদাধর মহিমা-সাগর দীন হীন-জন বন্ধু।। তছু শাখা-বর অখিল-গুণাকর শিবানন্দ গুণ-রাশি। রূপ সনাতন সঙ্গে অনুক্ষণ বৃন্দাবন-বন-বাসী।। তৎকুল-জলধি- সমুদ্ভব-শশধর নটবর-পুত্র স্বরূপ। নন্দ-গ্রামে নিজ- ধামে প্রকট ভেল নন্দাত্মজ নিজ রূপ।। পামর-পাবন পতিত পরায়ণ এ জন তাহে পরমাণ। অজ্ঞানান্ধ পতিত হেরি পামরে জ্ঞানাঞ্জন দিল দান।। সো পদ কমলে কমল-মন-মধুকর অনুখণ মধু করু পান। সো রূপ […] keyboard_arrow_right
  • শ্রীবিদ্যাপতি কবি-বর-শেখর
    শ্রীবিদ্যাপতি কবি-বর-শেখর কয়লহি বহুবিধ গীত। শ্রীগোবিন্দ- কবীন্দ্র-শিরোমণি জগ ভরি যাহাক চরীত।। শ্রীজয়দেব বিবিধ রস-বর্ণন কবিশেখর চণ্ডীদাস। রামানন্দ রায় কবি সাগর নাটক করল প্রকাশ।। শ্রীল রূপ সুললিত-বর্ণন গীতবলি রস-পূর। বলরাম দাস কয়ল বহু বর্ণন প্রেম-বিলাস প্রচূর।। নরহরি দাস সুঘড় কবি-ভূপতি গোবিন্দ ঘোষ কবি-সিন্ধু। দাস বৃন্দাবন বাসুদেব কবি সকল-কবীশ্বর ইন্দু।। জ্ঞানদাস কবি রচিত পদাবলী কোমল পরম উদার। […] keyboard_arrow_right
  • শ্রীবিদ্যাপতি কবিবর শেখর
    শ্রীবিদ্যাপতি কবিবর শেখর কয়লহি বহুবিধ গীত। শ্রীগোবিন্দ কবীন্দ্র শিরোমণি ত্রিজগতে যাহার চরীত।। শ্রীজয়দেব বহুল রস বর্ণন কবিসায়র চণ্ডীদাস। রামানন্দ নাটক পরকাশক সুমধুর প্রেমবিলাস।। শ্রীল সনাতন কয়ল গীতাবলি বহুবিধ ভাব তরঙ্গী। শ্রীরামচন্দ্র কবিবর-ভূপতি বলরাম দাস তছু সঙ্গী।। নরহরি দাস ঠাকুর কবি-ভূপতি গোবিন্দ ঘোষ কবিসিন্ধু। ঠাকুর বৃন্দাবন বাসুদেব ঘোষ সকল কবীশ্বর-ইন্দু।। ভাবুক-চক্র- বর্ত্তি পরকাশল জ্ঞানদাস কবি-বর্য্য। যদুনাথ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ