শ্রীবিদ্যাপতি কবি-বর-শেখর
কয়লহি বহুবিধ গীত।
শ্রীগোবিন্দ- কবীন্দ্র-শিরোমণি
জগ ভরি যাহাক চরীত।।
শ্রীজয়দেব বিবিধ রস-বর্ণন
কবিশেখর চণ্ডীদাস।
রামানন্দ রায় কবি সাগর
নাটক করল প্রকাশ।।
শ্রীল রূপ সুললিত-বর্ণন
গীতবলি রস-পূর।
বলরাম দাস কয়ল বহু বর্ণন
প্রেম-বিলাস প্রচূর।।
নরহরি দাস সুঘড় কবি-ভূপতি
গোবিন্দ ঘোষ কবি-সিন্ধু।
দাস বৃন্দাবন বাসুদেব কবি
সকল-কবীশ্বর ইন্দু।।
জ্ঞানদাস কবি রচিত পদাবলী
কোমল পরম উদার।
শ্রীজগন্নাথ দাস কবিসায়র
শ্রীবল্লভ কবি-সার।।
ঠাকুর নরোত্তম কয়লহি বর্ণন
প্রার্থনাদি বহু গান।
বংশীবদন সকল-কবি-ভূষণ
সুমধুর পদ অনুপাম।।
রাধাবল্লভ কবি-চূড়ামণি
যদুনাথ দাস অনূপ।
গোপীরমণ সুধা সম বর্ণন
নটবর কবি-কুল-ভূপ।।
শ্রীঘনশ্যাম দাস কবি-শশধর
গোবিন্দ কবি-সম ভাষ।
ললিত পদাবলি কয়লহি বর্ণন
কবিবর লোচন দাস।।
দাস অনন্ত কয়ল বহু বর্ণন
সুললিত রসময় গীত।
সুবলানন্দ মিশ্র কবি-পুঙ্গব
শ্রবণ-রসায়ন গান।
বসু-কুল-ভূষণ বিরচিল সুমধুর
রামানন্দ গুণধাম
সব কবি-কুল- চরণে শিরে ধরি
কমল করয়ে প্রতি-আশ।
নিজ-নিজ-কৃত-পদ- কমল-কুসুম-রসে
পূরণ কর অভিলাষ।।