ভানু-নন্দিনি নন্দ-নন্দন
রতন মন্দির মাহ রে।
কেলি কুণ্ডক তীর শোভিত
কল্পতরু-দ্রুম-ছাহ রে।।
নীপ তরুবর পলব কুল-ভরে
পরশি রহু সব নীর রে।
ফুল্ল মালতি কমল-মাধুরি
বহই মন্দ সমীর রে।।
গায়ত অলিকুল সারি শুক পিক
সতত নাচত মোর রে।
রাই কানু দুহুঁ দ্যূত খেলত
হার রাখত হোর রে।।
চৌদিগে বেঢ়ল সবহুঁ সখিগণ
বসন ভূষণ-সাজ রে।
যৈছে জলধরে উদিত সুধাকর
শোভিত উড়ুগণ মাঝ রে।।
রাই যব ধরি জিতল নাগর
পঞ্চদশ ডাকে দান রে।
কতহুঁ রতি-পতি উদিত ভৈ গেল
হেরি আকুল কান রে।।
শ্যাম চঞ্চল চুম্ব করইতে
করহি বারত গোরি রে।
রোখে লোচন কমল কানু-মন
ভৃঙ্গ কয়লহি চোরি রে।।
রাই জীতল হঠহিঁ মাধব
ধয়ল রাইক হার রে।
রোখে ধনি পুন হার ধরইতে
টুটল দুহুঁ কর মাল রে ।।
মদন কলহে দুহুঁক ভঙ্গিম
হেরি সখিগণ হাস রে।
পুনহিঁ খেলহ মাল ধরি কহ
গাওত গোবিন্দদাস রে।।