শ্রীবিদ্যাপতি কবিবর শেখর
কয়লহি বহুবিধ গীত।
শ্রীগোবিন্দ কবীন্দ্র শিরোমণি
ত্রিজগতে যাহার চরীত।।
শ্রীজয়দেব বহুল রস বর্ণন
কবিসায়র চণ্ডীদাস।
রামানন্দ নাটক পরকাশক
সুমধুর প্রেমবিলাস।।
শ্রীল সনাতন কয়ল গীতাবলি
বহুবিধ ভাব তরঙ্গী।
শ্রীরামচন্দ্র কবিবর-ভূপতি
বলরাম দাস তছু সঙ্গী।।
নরহরি দাস ঠাকুর কবি-ভূপতি
গোবিন্দ ঘোষ কবিসিন্ধু।
ঠাকুর বৃন্দাবন বাসুদেব ঘোষ
সকল কবীশ্বর-ইন্দু।।
ভাবুক-চক্র- বর্ত্তি পরকাশল
জ্ঞানদাস কবি-বর্য্য।
যদুনাথ দাস অভিসারে বর্ণিত
তহিঁ কবিবর ব্যাসাচার্য্য।।
প্রার্থনা কয়লহি ঠাকুর নরোত্তম
মাধব ঘোষ কবি-ধাম।
বংশিবদন কিয়ে শ্রীবল্লভ কবি
লোচন দাস অনুপাম।।
ঠাকুর পিতামহ সুবলানন্দ পহুঁ
কয়লহি কতহুঁ সুছন্দ।
শ্রীঘনশ্যাম কবি- রাজ-রাজ-বর
অদভূত বর্ণন বন্ধ।।
ইহ বর কবিবর চরণ সরোরুহ
শিরসি ধরল হাম ছার।
গোপীকান্ত কহ কলিকূপে ডুবলুঁ
কব পায়ব হাম পার।।