বিদ্যাপতি কবি-রাজ গোবিন্দ-দাস
কয়লহি বহুবিধ গীত।
যুগল-কিশোর-কেলি-রস-মাধুরি
অপরুপ প্রেম-চরীত।।
শ্রীজয়দেব কয়ল গীতগোবিন্দ
অপরুপ-বর্ণন-বন্ধ।
সাধু রসিক-জন সো রস পিবি পিবি
পায়ই বড়ই আনন্দ।।
গোসাঞি সনাতন কয়ল গীতাবলি
গুণইতে উনমত-চীত।
শ্যামর-গোরি বিবিধ-রস-কৌতুক
নির্ম্মল-গীত-চরীত।।
বাসুদেব ঘোষ অপরূপ বর্ণন
গৌর চাঁদ অনুপাম।
মাধব ঘোষ গীত বহু-বর্ণন
বিরহ বিষম খরশান।
কয়ল রায় রামানন্দ নাটক
চণ্ডীদাস অনুরাগ।
বলরাম দাস করই প্রেম-বর্ণন
গোপীরমণ সুভাগ।।
নরহরি দাস জ্ঞান যদুনন্দন
গোবিন্দ ঘোষ ঠাকুর।
নব-কবিশেখর রাধাবল্লভ
এ সব রসে পরচুর।।
দাস নরোত্তম কয়লহি বর্ণন
প্রার্থন অতি অপরূপ।
দাস ঘনশ্যাম কয়লহি বর্ণন
গোবিন্দ-দাস স্বরূপ।
এ সব কবি কবি-রাজ মহোত্তম
যুগল প্রেম-রস-কূপ।
যছু নব গীতে অখিল বৈষ্ণব-জন
অহনিশি রহতহি ডুব।।
যুগল-প্রেম-রস গীতে পরকাশল
ত্রিভূবন ভরল তরঙ্গে।
পাষাণ-হৃদয় কোনে নিরমায়ল
গৌরসুন্দর দাস মন্দে।।