• আজি কেনে নাহি বাজাও বাঁশী
    আজি কেনে নাহি বাজাও বাঁশী। অপাঙ্গ ইঙ্গিত ইষত হাসি।। কিবা ভরসায় আইস কাছে। না জানি মরমে কি ভাব আছে।। পসরা ছুঁইতে করহ বাদ। বরাকের দানী সোনায় সাধ।। মুখের সুখেতে কহিতে চাও। বিপরীত ইথে করিলে পাও।। কালা হৈয়া এত রসের ভোরা। খঞ্জন কমলে দেখিলা পারা।। কি গুণ দেখাঞা সঘনে চাও। হাতে কি চান্দের পরশ পাও।। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • আর কি মিলব মোর পিয়া গুণনিধি
    আর কি মিলব মোর পিয়া গুণনিধি। কি রাতি সুরাতি হবে অনুকূল বিধি।। গগনে আছিল চাঁদ সেহ অতি মন্দ। হিয়া জরজর হৈল খসিল পাঁজরের বন্ধ।। এখনে না আইল পিয়া কে কৈল আটকে। নিজ ঘরে রৈল কিবা পড়িয়া বিপাকে।। শরীরে না রহে প্রাণ বাহিরায় এখনে । পরাণ গেলে কি করিবে পিয়াদরশনে ।। চণ্ডীদাস কহে–প্রাণ যাইবেক কেনে । […] keyboard_arrow_right
  • আর কি মিলব মোরে পিয়া গুণনিধি
    আর কি মিলব মোরে পিয়া গুণনিধি। কি রাতি সুরাতি হবে অনুকূল বিধি।। গগনে আছিল চাঁদ সেহ অতি মন্দ। হিয়া জর জর হৈল খসিল পাঁজরের বন্ধ।। এখনে না আইল পিয়া কে কৈল আটকে। নিজ ঘরে রৈল কিবা পড়িয়া বিপাকে।। শরীরে না রহে প্রাণ বাহিরায় এখনে। পরাণ গেলে কি করিবে পিয়াদরশনে।। চণ্ডীদাস কহে প্রাণ যাইবেক কেনে। চিত […] keyboard_arrow_right
  • এই অনুমান করে গোপীগণ
    এই অনুমান করে গোপীগণ আকুল হইয়া প্রাণ। কেমনে রহিবে কহ কহ দেখি রসিক নাগর কান।। কহে গোপীগণ শুনহ বচন এই সে ভালই মানি। কৃষ্ণ ছাড়ি গেল কি আর করিব তবে সে তেজিব প্রাণী।। যে জন না দেখি আঁখির পলকে তবে সে মরিয়া থাকি। দেখিলে জুড়াই এ পাপ-পরাণ শুন গো মরম-সখি।। তিলেক কখন যা সনে বিরোধ […] keyboard_arrow_right
  • কহিও বঁধুরে নতি কহিও বঁধুরে
    কহিও বঁধুরে নতি কহিও বঁধুরে। গমন-বিরোধ হৈল পাপ শশধরে।। গুরুজন সম্ভাষিতে কৈল যত ভাতি। নিজ পতি সম্ভাষিত গেল আধ রাতি।। যদি চাঁদ ক্ষমা করে আজুকার রাতি। তবেত পাইব আমি বঁধুর সংহতি।। অমাবস্যা প্তিপদে চাঁদের মরণ। সে দিনে বঁধুর সনে হইবে মিলন।। চণ্ডীদাস বলে–তুমি না ভাবিহ চিতে। সহজ এ কথা বটে,কেন পাও ভীতে।। keyboard_arrow_right
  • কি বুকে দারুণ ব্যথা
    কি বুকে দারুণ ব্যথা। সে দেশে যাইব যে দেশে না শুনি পাপ পীরিতির কথা।। সই,কে বলে পীরিতি ভাল। হাসিতে হাসিতে পীরিতি করিয়া কাঁদিতে জনম গেল।। কুলবতী হৈয়ে কুলে দাঁড়াইয়ে যে ধনী পীরিতি করে। তুষের অনল যেন সাজাইয়া এমতি পুড়িয়া মরে।। হাম অভাগিনী এ দুখে দুখিনী প্রেমে ছল ছল আঁখি। চণ্ডীদাস কহে যেমতি হইল পরাণ সংশয় […] keyboard_arrow_right
  • কিরূপে যাইমু বোল ঘরে নিলাজ কালা
    কিরূপে যাইমু বোল ঘরে নিলাজ কালা। ধু রাজপন্থে ধরি মোরে, বাটোয়ারী কৈল চোরে, লুটাল নবীন বাগ ফল।। দধি লুটি নিল হাটে, কেলি কলা কৈল ঘাটে, শ্যাম কলঙ্কিনী মহীতল। কাঞ্চুলী কবরী মেলি, উরে উরে দিয়া মিলি, হর শিরে দিলা হরি কর। অধরে অধর জড়ি, পূর্ণ সুধাপান করি, লোক দোষী কৈল জন্ম ভর। আর শুনি বাঁশীর স্বর, […] keyboard_arrow_right
  • কেনে রাধার বন্ধু ডাক মোর নাম ধরি
    কেনে রাধার বন্ধু ডাক মোর নাম ধরি। ধু ঘরথুন বাহির হইতে, সেই চাল ঠেকিল মাথে, বৈরী হৈল দুরন্ত ননদিনী। এইরূপ ছুরতি লইআ, দূর দেশে গেল বন্ধুআ, নারী হৈল পরের অধীনী।।* * * স্বামী মরিয়া গেলে, কেমনে রহিব ঘরে, কাল বুদ্ধি দিল কোন ছারে।। শ্বাশুড়ী হীরার ধার, ননদী দুর্জন আর, এই না বাঘের ঘরে আমার বসতি। […] keyboard_arrow_right
  • গগনে দারুণ নিশি
    গগনে দারুণ নিশি। প্রভাত হইল হেন বাসি।। নিশি তোরে করিয়ে মিনতি। ঐছন থাকহ তুমি নিতি।। প্রভাত না হও তুমি চাঁদ। বেকত রহিত গতি ছাঁদ।। কেহ বলে শুন ধনী রাই। উপায় করিতে আছে তাই।। আঁচলে ঢাকিব নিশি চাঁদে। যেন মতে অন্ধকার বাঁধে।। কেহ বলে হব রাহু বাসি। চাঁদে যেন থাকিয়ে গরাসি।। যেমনে নহত পরভাতে। তবে রহে […] keyboard_arrow_right
  • তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ-রায়
    তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ-রায়। তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়।। শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি। ভরমে তোমার রূপ ধরণীতে লেখি।। গুরুজন মাঝে যদি থাকিয়ে বসিয়া। পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া।। পুলকে পূরয়ে অঙ্গ আঁখে ঝরে জল। তাহা নিবারিতে আমি হইয়ে বিকল।। নিশি দিশি তোমার বঁধু পাসরিতে নারি। চণ্ডীদাস কহে হিয়া রাখ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ