কহিও বঁধুরে নতি কহিও বঁধুরে।
গমন-বিরোধ হৈল পাপ শশধরে।।
গুরুজন সম্ভাষিতে কৈল যত ভাতি।
নিজ পতি সম্ভাষিত গেল আধ রাতি।।
যদি চাঁদ ক্ষমা করে আজুকার রাতি।
তবেত পাইব আমি বঁধুর সংহতি।।
অমাবস্যা প্তিপদে চাঁদের মরণ।
সে দিনে বঁধুর সনে হইবে মিলন।।
চণ্ডীদাস বলে–তুমি না ভাবিহ চিতে।
সহজ এ কথা বটে,কেন পাও ভীতে।।