কিরূপে যাইমু বোল ঘরে নিলাজ কালা। ধু
রাজপন্থে ধরি মোরে, বাটোয়ারী কৈল চোরে, লুটাল নবীন বাগ ফল।।
দধি লুটি নিল হাটে, কেলি কলা কৈল ঘাটে, শ্যাম কলঙ্কিনী মহীতল।
কাঞ্চুলী কবরী মেলি, উরে উরে দিয়া মিলি, হর শিরে দিলা হরি কর।
অধরে অধর জড়ি, পূর্ণ সুধাপান করি, লোক দোষী কৈল জন্ম ভর।
আর শুনি বাঁশীর স্বর, কান্দে রাধা জর জর, ঘরেতে যাইতে না দেয় প্রাণ।
হীন আলিরাজা গায়, শুন গুরু জ্ঞান রায়, পদরেণু দাসে মাগি দান।।