আর কি মিলব মোর পিয়া গুণনিধি।
কি রাতি সুরাতি হবে অনুকূল বিধি।।
গগনে আছিল চাঁদ সেহ অতি মন্দ।
হিয়া জরজর হৈল খসিল পাঁজরের বন্ধ।।
এখনে না আইল পিয়া কে কৈল আটকে।
নিজ ঘরে রৈল কিবা পড়িয়া বিপাকে।।
শরীরে না রহে প্রাণ বাহিরায় এখনে ।
পরাণ গেলে কি করিবে পিয়াদরশনে ।।
চণ্ডীদাস কহে–প্রাণ যাইবেক কেনে ।
চিত স্থির করি রহ মিলিবে এখনে ।।