কেনে রাধার বন্ধু ডাক মোর নাম ধরি। ধু
ঘরথুন বাহির হইতে, সেই চাল ঠেকিল মাথে, বৈরী হৈল দুরন্ত ননদিনী।
এইরূপ ছুরতি লইআ, দূর দেশে গেল বন্ধুআ, নারী হৈল পরের অধীনী।।* * *
স্বামী মরিয়া গেলে, কেমনে রহিব ঘরে, কাল বুদ্ধি দিল কোন ছারে।।
শ্বাশুড়ী হীরার ধার, ননদী দুর্জন আর, এই না বাঘের ঘরে আমার বসতি।
হীন গয়াজের বাণী, শুন রাধা বিরহিনী ভাবিলে পাইবা নিজ পতি।।