• কেনে রাধার বন্ধু ডাক মোর নাম ধরি
    কেনে রাধার বন্ধু ডাক মোর নাম ধরি। ধু ঘরথুন বাহির হইতে, সেই চাল ঠেকিল মাথে, বৈরী হৈল দুরন্ত ননদিনী। এইরূপ ছুরতি লইআ, দূর দেশে গেল বন্ধুআ, নারী হৈল পরের অধীনী।।* * * স্বামী মরিয়া গেলে, কেমনে রহিব ঘরে, কাল বুদ্ধি দিল কোন ছারে।। শ্বাশুড়ী হীরার ধার, ননদী দুর্জন আর, এই না বাঘের ঘরে আমার বসতি। […] keyboard_arrow_right
  • পাবনা হে গমনেতে না করিঅ বাধা
    পাবনা হে গমনেতে না করিঅ বাধা। পহুরে কহিয় দুঃখ, বিদেশে কেমন সুখ, নারী বধে তেঞি ভেল সাধা ।।ধু কনক অঙ্গুরী ছিল , সে পুনি বলয়া ভেল, সে বলয়া হৈআ গেল তাড়। প্রভুরে কি দিমু গালি, যদি না আইসে আজি কালি, পরাধীনী জীবন আহ্মার।। যদি প্রিয়া আইসে কালি, প্রিয়াকে পড়িমু গালি, প্রথম দিনে হইলুম নিপাত। হীন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ