পাবনা হে গমনেতে না করিঅ বাধা।
পহুরে কহিয় দুঃখ, বিদেশে কেমন সুখ, নারী বধে তেঞি ভেল সাধা ।।ধু
কনক অঙ্গুরী ছিল , সে পুনি বলয়া ভেল, সে বলয়া হৈআ গেল তাড়।
প্রভুরে কি দিমু গালি, যদি না আইসে আজি কালি, পরাধীনী জীবন আহ্মার।।
যদি প্রিয়া আইসে কালি, প্রিয়াকে পড়িমু গালি, প্রথম দিনে হইলুম নিপাত।
হীন গয়াজের বাণী, প্রভু ভাব বিনোদিনী, অবশ্য মিলিব অকস্মাৎ।।