কেনে আইলুম যমুনার জলে। ধু
যাইতে যমুনার জলে, কি দেখিলুম কদমতলে, সে অবধি ঘরে না লয় মোর প্রাণি।
হানিয়াছে কালা-বাণে জাগিয়াছে মোর মনে আমারে বধিবে হেন জানি।
বিষ লাগে গৃহ-কাজ আর কিবা কুলে লাজ ঘরবাড়ি তেজিমু সকল।
ননদীর নাহি ডর কি মোর আপন পর কালারূপে করিলা বিভোল।
সব সখী আইল সঙ্গে তারা গেল রঙ্গে ঢঙ্গে মুই কেনে ঠেকিলুম কালার ফান্দে।
মীর্জা কাঙ্গালীর বাণী শুন রাধা ঠাকুরাণী মরমে হানিছে কালাচান্দে।