• আলো রে পরাণের সইরে নিঠুর কালারে
    আলো রে পরাণের সইরে নিঠুর কালারে আইনা মোরেদে, মোনাইআ মোরে দে। ধু এথেক প্রকারে সেবিনু কালারে জৌবন ধন দিআ দান। নিঠুর কালাবর এবে না ভেল মোর দৈবে সে তেজিমু প্রাণ।। জাতি কুল ছিল সব তেআগিল তবে হো মোরে বিমতি। নিঠুর কালাবিনে আর না লএ মনে ন জানি কি হৈব গতি।। মোর নিবেদন শুন সখীগণ কহিঅ […] keyboard_arrow_right
  • কালিআ নাচে রে রমণী সমাজে ভাল
    কালিআ নাচে রে রমণী সমাজে ভাল। ধু মৃদঙ্গ বাজেরে তাথৈ বাজে করতাল। সহস্র গোপিনী মাঝে কানু নাচে ভাল।। করেত কঙ্কণ শোভে কটিতে কিঙ্কিণী। চরণে নেপুর বাজে রুনুঝুনু শুনি।। নাচে আর গাহে কালা রমণী সমাজে। রবাব বেণু বাঁশী মধুর মধুর গাজে।। মির্জা কাঙ্গালী ভণে দেখহ চরিত। তারা সব সঙ্গে চান্দ নাচএ ভূমিত।। keyboard_arrow_right
  • কিরে শ্যাম এমন উচিত নহে তোমার
    কিরে শ্যাম, এমন উচিত নহে তোমার। ধু অঘোর সাঁঝুয়া বেলা, কিবোল বলিয়া গেলা, সাঁচা যদি না আছিল মনে। এক কহ আর হয়, এমন উচিত নয়, এদুঃখ না সহে পরাণে। যখন পিরীতি কৈলা, দিবারাত্রি আইলা গেলা, ভিন্ন ভাব না আছিল মনে। সাধিয়া আপন কাজ, কুলেতে রাখিলা লাজ, ফিরিয়া না চাহ আঁখি কোণে। তুই বন্ধের কঠিন হিয়া, […] keyboard_arrow_right
  • কেনে আইলুম যমুনার জলে
    কেনে আইলুম যমুনার জলে। ধু যাইতে যমুনার জলে, কি দেখিলুম কদমতলে, সে অবধি ঘরে না লয় মোর প্রাণি। হানিয়াছে কালা-বাণে জাগিয়াছে মোর মনে আমারে বধিবে হেন জানি। বিষ লাগে গৃহ-কাজ আর কিবা কুলে লাজ ঘরবাড়ি তেজিমু সকল। ননদীর নাহি ডর কি মোর আপন পর কালারূপে করিলা বিভোল। সব সখী আইল সঙ্গে তারা গেল রঙ্গে ঢঙ্গে […] keyboard_arrow_right
  • বদলে থুইয়া যাও বাঁশী রে রাধার বন্ধু
    বদলে থুইয়া যাও বাঁশী রে রাধার বন্ধু বদলে থুইয়া যাও বাঁশী। ধু এই বাঁশী মথুরা যাইব পুনি নি গোকুলে আইব লাগ পাইলে মথুরা নাগরী। এই বাঁশী যতন কৈলুম দুই কুলে হৈলুম বাঁশী হইল মোর প্রাণের বৈরী; মন মোর ঘোর নিশি তুমি মোর প্রাণ শশী রসিয়া নাগর যেই জন। যার সঙ্গে নিত্য হাসি অমিয়া সাগর-বাসি সে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ