কিরে শ্যাম, এমন উচিত নহে তোমার। ধু
অঘোর সাঁঝুয়া বেলা, কিবোল বলিয়া গেলা, সাঁচা যদি না আছিল মনে।
এক কহ আর হয়, এমন উচিত নয়, এদুঃখ না সহে পরাণে।
যখন পিরীতি কৈলা, দিবারাত্রি আইলা গেলা, ভিন্ন ভাব না আছিল মনে।
সাধিয়া আপন কাজ, কুলেতে রাখিলা লাজ, ফিরিয়া না চাহ আঁখি কোণে।
তুই বন্ধের কঠিন হিয়া, আনলেতে তৃণ দিয়া, কোথা গিয়া রহিলা ভুলিয়া ?
মীর্জা কাঙ্গালী ভণে, জল ঢাল সে আনলে, নিবাও লো প্রেমরস দিয়া।