দশমি-দশায় বিলাপয়ে বিরহিণি
শুনইতে আকুল হোই।
কানুক নিকটে চলত তব সো সখি
লখই না পারই কোই।।
আওল মথুরা নগর যাহাঁ শ্যামর
মীলল নিরজন জানি।
রাইক শেষ দশা দোতি কহইতে
কহই না পারই বাণী।।
শুন শুন সুকঠিন শ্যাম।
মীলবি নিলজ বরজ-কুল-নাগরি
পুছইতে আওলুঁ হাম।।
তোহারি বচনে অব কো পাতিয়াওব
নিচয়ে কহবি একবোল।
সো বর-বিরহিণী কণ্ঠহি জীবন
মোহন কান্দয়ে উতরোল।।