দশদিশ নিরমল ভেল পরকাশ।
সখীগণ মনে ঘন উঠল তরাস।।
আম্রে কোকিল ডাকে কদম্বে মউর।
দাড়িম্বে বসিয়া কীর বোলয়ে মধুর ।।
দ্রাক্ষাডালে বসি ডাকে কপোত কপোতী।
তারাগণ সহিতে লুকায় তারাপতি।।
কুমুদিনী বদন তেজল মধুকর।
পদুমিনী নিকটহু চলল সত্বর।।
শারী কহে রাই জাগ চল নিজ ঘর।
জাগল সকল লোক নাহি মান ডর।।
শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া।
চোর হইয়া সাধুপারা রহিলে শুতিয়া ।।