কিবা সে কুণ্ডের শোভা রাই-কানু-মনো-লোভা চারি দিগে শোভে চারু ঘাট। নানা-মণি রত্ন-ছটা অপূর্ব্ব বরণ-ঘটা ফটিক-মণিতে বান্ধা বাট।। প্রতি পথের দুই-পাশে মাণিকের কুটীর আছে রতন-মণ্ডপ তার মাঝে। বৃক্ষ-চারা ঘাটে ঘাটে শোভে জল সন্নিকটে দুই দুই রত্ন-বেদী সাজে।। কুণ্ডের দক্ষিণ-ভাগে চম্পকের তরু-আগে রতন-হিন্দোলা মণিময়। পূর্ব্বেতে কদম্ব-মালা নানা-মণি-রত্ন-শালা বৃক্ষ-শ্রেণী পুষ্প বরিষয়।। পশ্চিমে রসাল-তরু তাহাতে হিন্দোলা চারু উত্তরে বকুল […]
keyboard_arrow_right