বাজে ঝনন ঝুনিয়া।
মণির মেখলা কঙ্কণ বলয়া
মঞ্জীর একুই হইয়া।।
ঝুলে রাই শ্যাম শোভা অনুপাম
জলদ-দামিনী জ্যোতি।
তলে সখী তার উড়ু-পরিবার
ইহ অপরূপ-ভাতি।।
বিপঞ্চীর তাল মহতী মিশাল
অনঙ্গ মুগধে ধায়।
মঙ্গল মালব কেদার ভৈরব
মল্লার মিশাই গায়।।
মৃদঙ্গ মন্দিরা বীণা সপ্ত-স্বরা
মুরজ করিয়া সাথী।
বায়ে সখীগণ আনন্দিত মন
দোঁহার প্রেমেতে মাতি।।
ললিতা অবলা তরুণী তরলা
ঝুলায় দ্বিগুণ রঙ্গে।
ঝুলনা-ঝুলনে তালের খলনে
রাই হেলে শ্যাম-অঙ্গে।
বিপঞ্চী সম্বরি রাই কোরে করি
মুখ বোলে ধরে তাল।
ঝাঙ্গড় ঝাঙ্গড় ঝাঝা ঝোঞ ঝোড়
সখী কহে ভালে ভাল।।
নিকুঞ্জ-ভবনে দ্রুম-বল্লী-গণে
পুলক অঙ্গের শোভা।
পুষ্প-ফল-চয়ে মকরন্দ চূরে
করিছে দোঁহার সেবা।।
খগ-মৃগ-গণ আনন্দিত মন
দুহুঁক সুষমা হেরি।
নিজ নিজ স্থলে করম্ব কৌশলে
নিকুঞ্জ-কানন ভরি।।
হল্লীষক-রঙ্গে মৃগ-মৃগী সঙ্গে
পিঞ্ছ পসারি শিখী।
মৃদুল শবদে গরজে বারিদে
দর্দুর সুদিন দেখি।।
বৃক্ষ-ডালে শারী বোলে সুমাধুরী
দাড়িম্বে বসিয়া কীর।
জয় জয় রাধে রাধে জয় জয়
জয় শ্রীগোকুল-বীর।।
রসালে কোকিল বন্দী ষ্‌টপদ
পিলুতে কপোত-বোল।
ভূমে তাম্রচূড় সারস মরাল
দাত্যুহ করয়ে রোল।।
সভে জয় বোলে সখীর মিশালে
দোহঁক বদনে হাস।
শ্রীনন্দকুমার চরণযুগল
ভরসা মোহন দাস।।