দেখ সখী ঝুলে রাধাশ্যাম।
বিবিধযন্ত্র সুমেলী সুস্বর
তাল মান সুঠাম।।
আষাঢ় গত পুন মাহ শাঙন
সুখদ যমুনাতীর।
চাঁদ রজনী সুখময় সুখোদয়
মন্দ মলয় সমীর।।
পূর্ণ সরোবর ফুল্ল তরুবর
গগনে গরজে গভীর।
ঘোর ঘটা ঘন দামিনি দমকত
বিন্দু বরিখত নীর।।
তহিঁ কম্পদ্রুম ছায় সুশীতল
রচিত রতনহি ডোর।
ঝুলয়ে তছু পর গোরি শ্যামর
ঝুলায়ে সখী দুই ওর।।
তড়িত ঘন জনু দোলয়ে দুহুঁজন
অধরে মৃদু মৃদু হাস।
বদন হেম নীল কমল বিকসিত
স্বেদবিন্দু পরকাশ।।
ছরম হেরি কোই বীজন বীজই
কর্পূর তাম্বুল যোগায়।
সুরট মেঘ মল্লার গাওত
মোহন মৃদঙ্গ বাজায়।।