কালিআ নাচে রে রমণী সমাজে ভাল। ধু
মৃদঙ্গ বাজেরে তাথৈ বাজে করতাল। সহস্র গোপিনী মাঝে কানু নাচে ভাল।।
করেত কঙ্কণ শোভে কটিতে কিঙ্কিণী। চরণে নেপুর বাজে রুনুঝুনু শুনি।।
নাচে আর গাহে কালা রমণী সমাজে। রবাব বেণু বাঁশী মধুর মধুর গাজে।।
মির্জা কাঙ্গালী ভণে দেখহ চরিত। তারা সব সঙ্গে চান্দ নাচএ ভূমিত।।