বদলে থুইয়া যাও বাঁশী রে রাধার বন্ধু বদলে থুইয়া যাও বাঁশী। ধু
এই বাঁশী মথুরা যাইব পুনি নি গোকুলে আইব লাগ পাইলে মথুরা নাগরী।
এই বাঁশী যতন কৈলুম দুই কুলে হৈলুম বাঁশী হইল মোর প্রাণের বৈরী;
মন মোর ঘোর নিশি তুমি মোর প্রাণ শশী রসিয়া নাগর যেই জন।
যার সঙ্গে নিত্য হাসি অমিয়া সাগর-বাসি সে নারীর সাফল্য জীবন।
মীর্জা কাঙ্গালী কহে সোনা নহে রূপা নহে তরল পাকের যে বাঁশী।
আজ্ঞা কর প্রাণ নাথ বাঁশী দেও মোর হাত অনামূলে হৈয়া গেলুম দাসী।