পেখলুঁ গোকুল বসতি বোয়াকুল
গোপনারীগণ রোই।
ভীগল বসল লাগি রহল তনু
তোহারি গমনপথ জোই।।
এহু বিদূর নগরে মঝু গেহ।
তুহুঁ আওলি যব সঙ্গহি গোপসব
তব হাম গোকুলে থেহ।।ধ্রু।।
তঁহি এক রমণী থোরি বয়স ধনী
চিত্র পুতলিসম ঠারি।
যবহুঁ লোচনপথ দূরহিঁ গেও রথ
তবহু পড়ল তনু ঢারি ।।
ঘেরল সকল সখীগণ রোয়ই
কি ভেল বলি অবধারি।
কুন্তল তোড়ই বসন কোই ফারই
বিধিরে দেই কোই গারি।।
কোই শিরে কঙ্কণ হানই ঘন ঘন
কোই কোই হরই গেয়ান।
কহ ঘনশ্যামর দাস হাম আওল
পুন কিয়ে ভেল নাহি জান।।