পিরীতি হইল বৈরী। সততে মরমে দুঃখ না দেখিলে মরি।।
দূর দেশী সঙ্গে প্রেম করিনু অবলা। দেশান্তরী হৈল নাথ দিয়া বিষম জ্বালা।।
যার প্রেম রাখিয়া লোকের হৈনু বৈরী। দারুণ প্রেমের দুঃখ না দেখিলে মরি।
পিরীতি জগ-বৈরী পরাণের গুরু পিরীতি জীয়তে দুঃখ মরণের দারু।।
আলি রাজা কহে প্রেম-শর-বিষ বুকে। কালনাগ ডংশিলে ঔষধ গুরু মুখে।।