• আন জন যত বলে
    ”আন জন যত বলে। সে সব সৌরভ এ চূয়া চন্দন করিয়া লইয়াছি হেলে।। তুমি মোর ধনি নয়ন অঞ্জন দুটি সে আঁখির আঁখি। যবে তিল আধু তোমারে না দেখি মরমে মরিয়া থাকি।। শয়নে ভোজনে নয়নে নয়নে আঁখির গোচর যবে। তবে কি পরাসে জীবই জীবনে পরাণ না রহে তবে।। তেজি আন পথ গোপত আরোপি সকল তোমার পায়। […] keyboard_arrow_right
  • এ কথা শুনিঞা বলে কংস রাঅ
    এ কথা শুনিঞা বলে কংস রাঅ– “দেবতার কথা মিথ্যা। কহিলা অষ্টম গর্ভে পুত্র হব, প্রসব হইল সুতা।। দেব-বাক্য আন নহিল পুরিত কি জানি এই সে সুতা।– অষ্টম গর্ভের এই পুত্র রিপু ইহারে বধহ তথা।।” রাজ-আজ্ঞা পাঞা প্রহরী যতেক চলিলা সে কন্যা লঞা। শিলায়ে মারিতে গেলা সে তুরিতে অতি হরসিত হঞা।। ধরি দূত পায়ে উঠাইঞা ঠাএ […] keyboard_arrow_right
  • একদিন বসি নাগর রসিয়া
    একদিন বসি নাগর রসিয়া বসিয়া চাঁপার বনে। কহে বিনোদিনী হরষবদনী চাহিয়া পিয়ার পানে।। “আজ সে তোমার বেশ বনায়ব বসিয়া চাঁপার বনে । তবে সে পূরব মনোরথ কাম শুনহ নাগর কানে।।” তুলি বনফুল হার বনাওল তুলব সুন্দরী রাই। চন্দনের চাঁদ ভালে পরা(ইল) পিয়ার বদনে চাই।। পুন শশধর কিবা সে শোভন চাচর কুন্তল আটি। পটুয়ার ডোরী ….দোফেরী […] keyboard_arrow_right
  • ঐছন ধরণী তিলেক দাণ্ডাই
    ঐছন ধরণী তিলেক দাণ্ডাই ব্রহ্মার পলক-ছায়া। চৌদ্দ মন্বন্তর গেলা কত যুগ জেমত বিশ্বক কায়া।। হেনক সমএ প্রভু ভগবান্‌ নিদ্রাএ উঠিল পুনি। আখি কচালিয়্যা প্রিয়া পানে চায়্যা কহেন মধুর বাণী।। ভৃঙ্গারের জল আনি জগাইল সেই লক্ষ্মী দেবরাণী। কর জোড় করি কহিতে লাগিলা সেই সে গাভী রাণী।। কটাক্ষ ইঙ্গিতে চাহি দয়াময় — “কেনবা আইলে হেথা ?” কহিতে […] keyboard_arrow_right
  • কহে কংসাসুর শুনহ অসুর
    কহে কংসাসুর– “শুনহ অসুর, সে নহে মানুষ-কাআ। মনের শরীরে হইলা উৎপত্তি দেবের দেবতা হআ।। দেব ভগবান ইথে নহে আন জন্মিলা গোকুল-পুরে। দেবীর কথাএ বিস্মিত অন্তরে বৃত্তান্ত কহিল তোরে।।” শুনিঞা চানুর মুষ্টিক কহেন– “শুন কংস নৃপপতি । মনিষ্যের গর্ভে জন্মিল জে জন কে বলে গোলোক-পতি।। গোলোক -বৈভব তেজিআ সে জন কিসে কারণে জম্ম। জত শুন রাজা […] keyboard_arrow_right
  • কহে বলরাম এক নিবেদন
    কহে বলরাম এক নিবেদন শুন নন্দ ঘোষ রায়। কত দিন মোরা রহিলা কহিলা এ বসু দৈবকী মায়।। এ কথা শুনিতে বলরাম-মুখে নন্দের বেদনা অতি। যেন আচম্বিতে গাসি হিয়াচ্ছেদে মরমে বাজিল তথি।। নহে নিবারণ নিঠুর বচন শ্রবণে শুনল যবে। ব্যথাটি পাইয়া মূর্চ্ছিত হইয়া ধরণী পড়ল তবে।। এই সে তোমার মনেতে আছিল রহিতে মথুরাপুরে। রাখিয়া এখানে হিয়ার […] keyboard_arrow_right
  • কহে বলরাম–এক নিবেদন
    কহে বলরাম– “এক নিবেদন শুন নন্দঘোষ রায়। ‘কত দিন মোরা রহিলা’-কহিলা এ বসু-দৈবকী মায়।।” এ কথা শুনিতে বলরাম-মুখে নন্দের বেদনা অতি। যেন আচম্বিতে গাসি হিয়াচ্ছেদে মরমে বাজিল তথি। নহে নিবারণ নিঠুর বচন শ্রবণে শুনল যবে। ব্যথাটি পাইয়া মূর্চ্ছিত হইয়া ধরণী পড়ল তবে।। “এই সে তোমার মনেতে আছিল রহিতে মথুরাপুরে। রাখিয়া এখানে হিয়ার পুথলি কেমনে যাইব […] keyboard_arrow_right
  • কানু কহে–শুন আমার বচন
    কানু কহে–“শুন আমার বচন যতেক গোপের নারী। নিশি নিদারুণ কিসের কারণ জগতে এ সব বৈরী।। অবলার কুল অতি নিরমল ছুঁইতে কুলের নাশ। তাহার কারণে কহিল সঘনে যাইতে আপন বাস।।” রাধা কহে তাহে– “শুন যদুনাথে, আর কি কুলের ভয়। এক দিন জাতি কুল শীল পাঁতি দিয়েছি ওদুটি পায়।। আর কি কুলের গৌরব-সূচনা আর কি জেতের ডর। […] keyboard_arrow_right
  • কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ
    ”কালিয়া বরণে না ছুঁইও রাধার অঙ্গ। কালিয়া হইব সোণার বরণ তোমার কালিয়া রঙ্গ।। লাখবান সোণা মোর নিজ দেহ কালিয়া হইয়া যাব। দূরেতে থাকহ কাছে না আসিহ শিরে দধি ঢালি দিব।।” ”কালিয়া বিরণ নাহি কোন জন কালিয়া না বল রাধে। কালিয়া সায়রে সিনান করিয়া কালিয়া হয়েছি সাধে।। কালিয়া বরণ এ তিন ভুবন এ সব কালিয়া ভাবে। […] keyboard_arrow_right
  • কালিয়া বরণে এত পরমাদ
    কালিয়া বরণে এত পরমাদ না ছুইও রাধার অঙ্গ। কালিয়া হইবে সোনার বরণ পরসে তোমার অঙ্গ।। লাখবান সোনা মোর নিজ দেহ তুমি ছুলে কাল হব। দূরেতে থাকহ কাছে না আসিহ মাথে দধি ঢালি দিব।।” “কালিয়া বরণ নহে কোন জন, কালিয়া না বল রাধে। কালিয়া সায়রে সিনান করিয়া কালিয়া হয়েছি সাধে।। কালিয়া বরণ এ তিন ভুবন সবাই […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ