কহে কংসাসুর– “শুনহ অসুর,
সে নহে মানুষ-কাআ।
মনের শরীরে হইলা উৎপত্তি
দেবের দেবতা হআ।।
দেব ভগবান ইথে নহে আন
জন্মিলা গোকুল-পুরে।
দেবীর কথাএ বিস্মিত অন্তরে
বৃত্তান্ত কহিল তোরে।।”
শুনিঞা চানুর মুষ্টিক কহেন–
“শুন কংস নৃপপতি ।
মনিষ্যের গর্ভে জন্মিল জে জন
কে বলে গোলোক-পতি।।
গোলোক -বৈভব তেজিআ সে জন
কিসে কারণে জম্ম।
জত শুন রাজা সব অবিচার
এ নহে দেবতা-ধম্ম।।
আনন্দ করিআ রাজ-কাজ জত
করহ আপন মনে।
জদি সত্য হঅে এ সব বচন
তাহারে বধিব বাণে ।।
কি করিতে পারে মানুস-শরীরে
চিন্তা না করিহ তুমি।
কটাক্ষ পলকে সেই শিশু, রাজা,
আমি দিব তারে আনি।।”
এ বোল সুনিআ হরস অন্তর
কহেন এ কংস রাঅ।
নানা চর আনি পাঠল সকলি
দিন চণ্ডিদাসে গাঅ।।