কহে বৃন্দা সহচরি শুন ওহে বংশিধারি
যদি তুমি হতে পার নারি।
মুকুট উতারি শিরে বান্ধ কবরি
তবে নারি মিলাইতে পারি।।
চূড়া আপনি নামাও হে
মুকুট উতারি শিরে বান্ধ কবরি
সিন্দুরের বিন্দু পর ভালে।
তেজি মকর-কুণ্ডল কর্ণে পর কর্ণফুল
কুণ্ডল পড়িল ভূতলে।।
দেখতে পেলাম না নারীর মিলনে হরি
বলয়া পরিহরি কঙ্কণ কিঙ্কিণি পরি
বক্ষে পরে বিচিত্র কাঁচলি।
বাহুমূলে বাজুবন্ধ জ্যোতিতে মলিন চন্দ্র
গলে পরে বিচিত্র হাঁসলি।।
তেজ্য করি পীতাম্বর পরিধান রক্তাম্বর
চন্দ্রহার শোভে তছু পরে।
সোনার নূপুর পাতা মল রাঙ্গ পায়ে ঝলমল
কৃতার্থ দাস গোবিন্দ হেরে।।