কালি রূপ দেখি তখন যত সখিগণ। আনন্দে করয়ে সভে পূজার আয়োজন।। গঙ্গাজল বিল্বদল জবাদল আদি। মহামায়া পূজিবার আছে যেই বিধি।। রক্ত বস্ত্র আদি করি রক্ত চন্দন। নানাবিধ সভে করে পূজার আয়োজন।। শ্যাম শ্যামা হইল দেখি ভানুর কুমারী। যোগেতে গেলেন ধনি যোগের ঈশ্বরী।। হেরিয়ে কালিকা রূপ ভানুর দুহিতে। বসিলেন যোগাসনে শ্রীপাদ পূজিতে।। বিধিমত ভূতশুদ্ধি সুবিধান যত। […]
keyboard_arrow_right