একে সে লোকের কথা সহনে না যায়।
মোর নাম ধরি বাঁশি অবিরত গায়।।
গুরুজনা পরিজনার যখন থাকি কাছে।
মোর নাম ধরি বাঁশি সঘনে গরজে।।
রাধা রাধা বলিয়ে ডাকয়ে বাঁশি সদা।
মা বাপ ছাড়াইল ঘন নাম থুঞে রাধা।।
মন দুখে থাকি আমি মরমে মরিঞা।
আপনা মজাইলাম আমি পিরিতি করিঞা।।
গোবিন্দদাস কহে শুন ধনি রাধা।
শ্যাম যে তোমার তনু তুমি তনু আধা।।