“একে হাম হব বনবাসী।
রামেরে ছাড়িয়া সীতা বনবাসী ভেল গো
তেন হাম মনে করিয়াছি।।
কাননে রহব একা না হয়ে কাহারে দেখা
থাকি যেন যোগীর ধেয়ানে।
তুলিয়া মূল আর ফল নবীন কুসুমদল
এই গুরি রাখিব যতনে ।।
তুলিয়া সিন্দুর ভার এ জটা ধরিব সার
অনুরাগে ভ্রমিব কাননে ।
তবে সে ঘুচিব তাপ এ দেহ অনুরাগ
ইহা মেনে করিব যতনে।।
এ দুখে জীবার নই, শুনগো মরম সই,
কি ছার গৃহের সাধ।
জানিল নিঠুর বড়ি সবারে রহিল ছাড়ি
দিল পঁহু বহু বিসম্বাদ।।”
শুনিয়া রাধার বাণী হেটমাথে গোয়ালিনী
কহেন বচন কিছু ভাষ।
“কহ কহ ধনী রাই, পূরব শুনিয়ে তাই”
কহিতে লাগিলা চণ্ডীদাস।।