অপূর্ব্ব বীণার গান শুনিয়ে শ্রবণে।
সব পাশরিল রাধা হরিল গেয়ানে।।
অঙ্গের খুলিয়ে দিছে যত আভরণ ।
হাসি হাসি বিদেশিনী ফিরাইল বদন।।
কমলিনী বলে ধনি কোন বর চাও।
যাহা চাবে তাহা দিব বদন ফিরাও।।
শুনিয়ে বিদেশিনী ফিরায়ে বদন।
জোড় কর করি তবে কহয়ে বচন।।
নন্দের নন্দনে যত করিয়াছ মান।
ঐ মান রতন ধন মোরে দেহ দান।।
শুনিয়ে বচন মুখে বসন ঝাপিল।
সব দুঃখ দূরে গেল আনন্দ বাড়িল।।
নারী হয়ে দাসী হতে এলে আমার স্থানে।
তোমার উপর আর কখন না করিব মানে।।
দুহুঁ মুখ দরশনে দুহুঁ ভেল ভোর।
মিলল তৈখন যুগল কিশোর।।
দাঁড়াল শ্যামের বামে নওলকিশোরী
গোবিন্দদাস বলে যাই বলিহারী।।