করিয়ে পুরুষ বেশ রাধারে যতনে।
নিকুঞ্জ কাননে যায় নাগর যেখানে।।
শ্রীরূপমঞ্জরি সখি তাম্বুল জোগায়।
শ্রীরসমঞ্জরি সখি চামর ঢুলায়।।
ঐছন বিবিধ রঙ্গে রাই চলি যায়।
প্রবেশ করিল গিয়া নাগর যথায়।।
রাধাশ্যাম জয় বলি দেয় সখিগণ।
দেখি চমকিত হৈল নাগর মোহন।।
একি অপরূপ আজি দেখি সখি মাঝে।
কোথা হৈতে আইল এই নাগর রাজে।।
চমকিত হয়ে শ্যাম চারি পাশে চায়।
হাসিয়ে ললিতা দেবী শ্যামেরে শুধায়।।
তুমি কেবা বট কোন বনের দেবতা।
কি কারণে কি লাগিয়ে আসিয়াছ এথা।।
সখির বচন শুনি বিমন নাগরবরে।
গোবিন্দদাস কহে বাক্য নাহি স্ফুরে।।