আপনা জানিয়া সুজন দেখিয়া পিরিতি করিয়ে তায়।
পিরিতি রতন করিয়ে যতন তবে সে সমান যায়।।
সই পিরিতি বিষম বড়।
পরাণে পরাণে মিশাইতে পারে
তবে সে পিরিতি দড়।
ভ্রমরা সমান আছে কত জন
মধুলোভে করে প্রীতি।
মধুপান কর‍্যা উড়িয়া পালায়
এমতি তাহার রীতি।।
কুজনে সুজন পিরিতি করিলে
সদাই দুখের ঘর।
আপনার সুখে পিরিতি করয়ে
সে পুন বাসয়ে পর।।
সুজনে সুজনে অখণ্ডপিরিতি
যে জন করয়ে আশ।
তাহার পরাণের নিছনি লইয়া
কহে ত গোবিন্দদাস।।