এতেক মন্ত্রণা করি সব সখি মেলি।
নিকুঞ্জ মন্দিরে সভে চলে কুতূহলি।।
নিকুঞ্জ কাননে সভে রহিল গোপনে
রসবতি রাই কানু সখিরে যতনে।।
যেবা মনে আইসে তোর কর মোর বেশ।
উভ করি গুঞ্জা হারে বান্ধি দেহ কেশ।।
মৃগমদকস্তুরি দিয়ে অঙ্গ কর কালা।
গলায় গাঁথিয়া দেহ সিন্দুর মুছায়ে।
কটিতটে পীতধড়া দেহ পরাইয়ে।।
রাধার বচন শুনি সাজাইল সখি।
গোবিন্দদাস দেখে জুড়াইল আঁখি।।