একদিন বসি নাগর রসিয়া
বসিয়া চাঁপার বনে।
কহে বিনোদিনী হরষবদনী
চাহিয়া পিয়ার পানে।।
“আজ সে তোমার বেশ বনায়ব
বসিয়া চাঁপার বনে ।
তবে সে পূরব মনোরথ কাম
শুনহ নাগর কানে।।”
তুলি বনফুল হার বনাওল
তুলব সুন্দরী রাই।
চন্দনের চাঁদ ভালে পরা(ইল)
পিয়ার বদনে চাই।।
পুন শশধর কিবা সে শোভন
চাচর কুন্তল আটি।
পটুয়ার ডোরী ….দোফেরী
বান্ধল সে পরিপাটি।।
নানা ফুলদাম বেরি অনুপাম
এ গজমুকুতা ছড়া ।
দুসারি মালি … … …
… … …।।।