কালিয়া বরণে এত পরমাদ
না ছুইও রাধার অঙ্গ।
কালিয়া হইবে সোনার বরণ
পরসে তোমার অঙ্গ।।
লাখবান সোনা মোর নিজ দেহ
তুমি ছুলে কাল হব।
দূরেতে থাকহ কাছে না আসিহ
মাথে দধি ঢালি দিব।।”
“কালিয়া বরণ নহে কোন জন,
কালিয়া না বল রাধে।
কালিয়া সায়রে সিনান করিয়া
কালিয়া হয়েছি সাধে।।
কালিয়া বরণ এ তিন ভুবন
সবাই কালিয়া ভাবে।
কালা জপমালা কালা করে আলা
জগত-যৌবন লোভে।।
কালা দু আখর জপে ফণীবর
যোগীর ধিয়ান কালা ।
যোগ অনুরাগ রাগের অন্তরে
সকলে বরণ খানি।
ভব বিরিঞ্চির ভজে নিরন্তর
কালিয়া বরণ খানি।
চণ্ডীদাসে বলে– কাল রূপখানি
যতনে পরহ ধনি।।