কানু কহে–“শুন আমার বচন
যতেক গোপের নারী।
নিশি নিদারুণ কিসের কারণ
জগতে এ সব বৈরী।।
অবলার কুল অতি নিরমল
ছুঁইতে কুলের নাশ।
তাহার কারণে কহিল সঘনে
যাইতে আপন বাস।।”
রাধা কহে তাহে– “শুন যদুনাথে,
আর কি কুলের ভয়।
এক দিন জাতি কুল শীল পাঁতি
দিয়েছি ওদুটি পায়।।
আর কি কুলের গৌরব-সূচনা
আর কি জেতের ডর।
তোমার পীরিতে এ দেহ সঁপেছি
এখন কি কর ছল।।
কেবল গোপীর নয়ন-অঞ্জন
হিয়ার পুতলি তুমি।
তাহে কর হেন কেন তুয়া মন
এবে সে জানিলু আমি।।
ভাল তুমি বট ব্রজের জীবন
এমতি তোমার কাজ।”
চণ্ডীদাস বলে– এ নহে উচিত
শুন হে নাগর-রাজ।।