কানু পরিবাদ মনে ছিল সাধ
সফল করিল বিধি।
কু জনার বোলে ছাড়িতে নারিব
সে হেন গুণের নিধি।।
হিয়া দরদর করে নিরন্তর
তারে না দেখিলে মরি।
হিয়ার ভিতরে কি শেল সামাল্য
বল না কি বুধি করি।।
বন্ধুর পিরিতি শেলের ঘা
সহিতে না সহে বুকে।
দেখিতে দেখিতে ব্যাথাটি বাড়িল
এ দুখ কহিব কাকে।।
অন্য ব্যাথা নহে বোধে শোধে রহে
হিয়ার মাঝারে থুঞা।
কোন রসবতী কুল মজাইয়া
কেমনে রয়্যাছে সঞা।।
আমরা অবলা সরল হৃদয়
কথায়ে শুনিঞা গেলু।
পরের বচনে পিরিতি করিয়া
জনম কাঁন্দিয়া মলু।।
সকল ফুলে ভ্রমরা বুলে
কে তার আপন পর।
জ্ঞানদাস কহে শুন বিনোদিনী
পিরীতি সুখের ঘর।।