কলি ঘোর তিমিরে গরাসল জগজন
ধরম করম রহু দূর।
অসাধনে চিন্তামণি বিহি মিলাওল আনি
গোরা বড় দয়ার ঠাকুর।।
ভাই রে গোরাগুণ কহনে না যায়।
কত শত আনন কত চতুরানন
বরণিয়া ওর না পায়।।ধ্রু।।
চারি বেদ ষড়্‌- দরশন পড়িয়াছে
সে যদি গৌরাঙ্গ নাহি ভজে।
কিবা তার অধ্যয়ন লোচনবিহীন যেন
দরপণে কিবা তার কাজে।।
বেদ বিদ্যা দুই কিছুই না জানত
সে যদি গৌরাঙ্গ জানে সার।
নয়নানন্দ ভণে সেই সকল জানে
সর্ব্ব সিদ্ধি করতলে তার ।।