ও রূপ সুন্দর গৌর কিশোর। হেরইতে নয়নে আরতি নাহি ওর।। কর পদ সুন্দর অধর সুরাগ। নব অনুরাগিণি নব অনুরাগ।। লোল বিলোচনে লোলত লোর। রসবতিহৃদয়ে বান্ধল প্রেমডোর।। পরতেম প্রেম কিরে মনমথ-রাজ। কাঞ্চনগিরি কিয়ে কুসুমসমাজ।। তছু প্রেমলম্পট শ্রীগৌরাঙ্গ রায়। শিব শুক অনন্ত ধেয়ানে নাহি পায়।। পুলকপটলবলয়িত সব অঙ্গ। প্রেমবতি আলিঙ্গনে লহরি তরঙ্গ।। তছু পদপঙ্কজ অলি সহকার। কহ […]
keyboard_arrow_right